• ঢাকা
  • সোমবার, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরে আমনের বাম্পার ফলন: কৃষকের মুখে ফুটেছে আনন্দের হাসি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:১২ এএম;
লক্ষ্মীপুরে আমনের বাম্পার ফলন: কৃষকের মুখে ফুটেছে আনন্দের হাসি
লক্ষ্মীপুরে আমনের বাম্পার ফলন: কৃষকের মুখে ফুটেছে আনন্দের হাসি

নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি): লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। শিগগিরই শুরু হবে ধান কাটার মৌসুম। ইতোমধ্যে কিছু এলাকায় ধান কাটার কাজ শুরু হয়েছে, আর বাকি জায়গাগুলোতে চলছে প্রস্তুতির জোর তৎপরতা। মাঠজুড়ে সোনালি ধানের শীষে দিগন্ত জুড়ে যেন সোনা ঝলমল করছে— ফলে সুখের হাসি ফুটেছে কৃষকের মুখে।.

রামগতি-কমলনগরের বিস্তীর্ণ মাঠ এখন পাকা আমন ধানে ঢেকে গেছে। কৃষকরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমনের ফলন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। তাই তাঁদের এখন অপেক্ষা শুধু ভালো মূল্য পাওয়ার।.

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রামগতি উপজেলায় আমন ধানের আবাদ হয়েছে ২৩ হাজার ৬৫০ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ৯৫০ মেট্রিক টন।
অন্যদিকে, কমলনগর উপজেলায় আমনের আবাদ হয়েছে ১৯ হাজার ১৫০ হেক্টর জমিতে, যেখানে উৎপাদনের লক্ষ্য ৮৩ হাজার ৪৯৪ মেট্রিক টন।.

রামগতি উপজেলার চরসীতার গ্রামের কৃষক কবির হোসেন বলেন, “আলহামদুলিল্লাহ, এবার আমনের ফলন খুব ভালো হয়েছে। বাজারে ভালো দাম পেলে আরও খুশি হব।”
কমলনগরের চরপাগলা গ্রামের কৃষক রফিকউল্লাহ জানান, “অন্যান্য বছরের তুলনায় এবার ফলন বেশি হয়েছে। সরকার সময়মতো বীজ ও সার দিয়েছে, আবহাওয়াও ছিল অনুকূলে। এখন শুধু ভাবছি— ভালো দাম পাব কি না।”.

রামগতি উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুজিবুর রহমান এবং কমলনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইকতারুল ইসলাম বলেন, “চাষিদের নতুন জাতের ধান চাষে উৎসাহ দেওয়া হয়েছে। সরকারিভাবে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে। এ কারণে কৃষকদের উৎপাদন বেড়েছে এবং ফলনও আশানুরূপ হয়েছে।”.

ফলনে সন্তুষ্ট কৃষকরা ধান ঘরে তোলার পর ভালো মূল্য পাওয়ার আশায় আছেন, যাতে তাদের পরিশ্রম আরও সফল হয়।. .

ডে-নাইট-নিউজ /

কৃষি বিভাগের জনপ্রিয় সংবাদ